(কবিতা)
~তাপস সরকার
ক-কেল্লা খ-ক্ষীর গ-গাছিয়ে ঘটোৎকচ,
ঙ-ঙাচি চ-চালাকি ছ-ছটপটিয়ে জলন্ধর,
ঝ-ঝঞ্ঝা ঞ-ঞৈরৈতে ট-টুপিবাদে ঠ্যাঙ্গামী,
ড-ডাঙ্গুরী ঢ-ঢঙ্গেশ্বর ণ-ণত্বষত্বজ্ঞানে তান্ডবী,
থ-থমাসথমাস দ-দাদাগিরি ধ-ধান্দায় নুনুপুজা,
প-পলাতক ফ-ফকিরবাবা ব-বোবাকান্নায় ভরপুর,
ম-মঁচশিল্পী য-যশস্বী র-রঙ্গতামাশায় লজ্জাহীন,
শ-শষ্পবিভব ষ-ষাড়ামী স-সবজান্তায় হাতুড়ি,
ড়-ড়ূঙ্গূরু ঢ়-ঢ়ৈকৃচ্ছামী য়-য়িংচিংপিঙ্গিয়ে ৎতৎকর্মবিনাশ
ং-কিংকর্তব্যবিমূঢ়,
ঃ-দুঃখভোগী,
৺-ইন্দুবিন্দুমোনালিসাকারুকার্যঅনন্তে অসাড় ক্ষুধার্ত।
UNIQUE ONE..
ReplyDeleteAha,Thank you so much Satish for the reading 🌼🌱
Deleteএই ধরনের কবিতা আমি সাধারণত সুকুমার রায়কে দেখেছি। আছ তুই লিখলি যাক ভালোই হয়েছে।ভালো লাগলো
ReplyDeleteবিশেষ বিশেষ ধন্যবাদ ভাই, লেখা পড়ার জন্য। লিখে যাই, লিখে জাও...🌼💌🌱
Delete