The Poet's Pen 20s Logo

Saturday, August 21, 2021

ভ্রমরুচিভ্যোম

(কবিতা)

~তাপস সরকার

ক-কেল্লা খ-ক্ষীর গ-গাছিয়ে ঘটোৎকচ,

ঙ-ঙাচি চ-চালাকি ছ-ছটপটিয়ে জলন্ধর,

ঝ-ঝঞ্ঝা ঞ-ঞৈরৈতে ট-টুপিবাদে ঠ্যাঙ্গামী,

ড-ডাঙ্গুরী ঢ-ঢঙ্গেশ্বর ণ-ণত্বষত্বজ্ঞানে তান্ডবী,

থ-থমাসথমাস দ-দাদাগিরি ধ-ধান্দায় নুনুপুজা,

প-পলাতক ফ-ফকিরবাবা ব-বোবাকান্নায় ভরপুর,

ম-মঁচশিল্পী য-যশস্বী র-রঙ্গতামাশায় লজ্জাহীন,

শ-শষ্পবিভব ষ-ষাড়ামী স-সবজান্তায় হাতুড়ি,

ড়-ড়ূঙ্গূরু ঢ়-ঢ়ৈকৃচ্ছামী য়-য়িংচিংপিঙ্গিয়ে ৎতৎকর্মবিনাশ

ং-কিংকর্তব্যবিমূঢ়,

ঃ-দুঃখভোগী,

৺-ইন্দুবিন্দুমোনালিসাকারুকার্যঅনন্তে অসাড় ক্ষুধার্ত।



4 comments:

  1. Replies
    1. Aha,Thank you so much Satish for the reading 🌼🌱

      Delete
  2. এই ধরনের কবিতা আমি সাধারণত সুকুমার রায়কে দেখেছি। আছ তুই লিখলি যাক ভালোই হয়েছে।ভালো লাগলো

    ReplyDelete
    Replies
    1. বিশেষ বিশেষ ধন্যবাদ ভাই, লেখা পড়ার জন্য। লিখে যাই, লিখে জাও...🌼💌🌱

      Delete